যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রক্ষা করতে হবে নদী

Kennan Albert
প্রকাশ : বুধবার, ২৫ জুন,২০২৫, ১০:৪২ এ এম
রক্ষা করতে হবে নদী

আমাদের দেশে ক্রমান্বয়ে নদী হারিয়ে যাচ্ছে। নদী হলো পরিবেশ, কৃষি, মৎস্য সম্পদ আহরণ, যোগাযোগব্যবস্থা ও সেচের অন্যতম মাধ্যম। সমাজ-সভ্যতার ক্রমবিকাশে নদীর ভূমিকা অনেক। কিন্তু দিন দিন বিভিন্ন কারণে নদী দখল হয়ে যাচ্ছে। নদীতে বর্জ্য ফেলে যখন নদীকে দূষিত করা হয়, তখন বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটুকু নদীবান্ধব! বরগুনার পাথরঘাটা পৌরসভায় বর্জ্য ফেলার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় শহরের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বিষখালী নদীর তীরে। এতে পরিবেশদূষণের পাশাপাশি দূষিত হচ্ছে নদীর পানি এবং ব্যাহত হচ্ছে মাছের প্রজননক্ষেত্র। পৌরসভার গাফিলতি এর অন্যতম কারণ। দ্বিতীয় শ্রেণির পৌরসভার স্বীকৃতি পেয়েও গত তিন যুগে তারা বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করেনি। এর দায় পৌর কর্তৃপক্ষকেই নিতে হবে।

 

দেশের বিভিন্ন শহরে বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা না থাকার কারণেই সাধারণ জনগণ বাধ্য হয়ে নদীতে বর্জ্য ফেলে। নদী বিপন্ন হওয়ার এটা একটা অন্যতম কারণ।

বিভিন্ন সরকারের সময়ে নদ-নদী রক্ষার নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। তবে সেসব শুধু কাগজবন্দীই থেকে গেছে। কার্যকর কোনো পদক্ষেপের বাস্তবায়ন সেভাবে দেখা যায়নি। নদী বাঁচাতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন প্রণয়ন করা হয়েছিল ২০১৩ সালে। এর পরের বছর উচ্চ আদালতের নির্দেশে গঠন করা হয় জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরসিসি)। মূলত দেশের নদ-নদীর দখল-দূষণ রোধের পাশাপাশি স্বাভাবিক নাব্যতা বজায় রাখার দায়িত্ব প্রতিষ্ঠানটির থাকলেও তারা সেই অর্পিত দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে অধিকাংশ নদ-নদী দখল-দূষণে আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। এর মধ্যে কতগুলো পরিণত হয়েছে ভাগাড়ে, আর কতগুলো নদ-নদী যে বিলীন হয়ে গেছে, তার কোনো হিসাব নেই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন