যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঈদের দিন কম খরচে অন্দর সাজাতে চান?

Madonna Riggs
প্রকাশ : বুধবার, ৪ জুন,২০২৫, ১২:২৭ পিএম
ঈদের দিন কম খরচে অন্দর সাজাতে চান?

বড় কোনো বদল না এনেও ঈদের দিন অন্দরে নতুনত্ব আনতে পারেন ছবি: কবির হোসেন

ঈদের প্রস্তুতি মানে শুধু নতুন পোশাক আর খাবারের আয়োজন নয়। ঈদ উপলক্ষে অন্দরসজ্জাও বদলে ফেলতে পারেন। চাইলে অনেক টাকা খরচ না করেও বদলে ফেলা যায় অন্দরের আবহ। ঘরের সাজে প্রাণ ফেরাতে ছোট ছোট কিছু উপাদান বদলালেই চলে। এ নিয়ে কথা হচ্ছিল সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সি ফার্মের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী স্থপতি তাসনিম কবিরের সঙ্গে। তিনি বলেন, অনেক সময় শুধু গুছিয়ে রাখলেই চেনা ঘর দেখতে অচেনা লাগতে পারে। এ অচেনা মানে অনেকটা নতুনের মতো আরকি। তাই ঈদ উপলক্ষে অন্দর নতুন করে গোছানোর উদ্যোগ নেওয়া যেতেই পারে।
এই স্থপতিই কিছু পরামর্শ দিয়েছেন, যেসবে বদল আনলে ঘরে আসবে নতুনত্ব।

মোমবাতি
অন্দরের সৌন্দর্য বাড়াতে মোমবাতির জুড়ি নেই। অন্দরে, বিশেষ করে খাবার টেবিলে উৎসবের আবহ আনতে ঈদের দিন জ্বালাতে পারেন মোমবাতি। এখন বাজারে বিভিন্ন নকশার মোমবাতি পাওয়া যায়। পছন্দসই সুগন্ধিযুক্ত মোমবাতিও বেছে নিতে পারেন। অনেক মোমবাতি আছে, যেসবের মধ্যে আলাদা করে লাইট ব্যবহার করা। এমন কিছুও কিনতে পারেন ঈদের দিন ঘর সাজাতে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন