যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে বদলেছে মুখগুলো : বাঁধন

Kennan Albert
প্রকাশ : বুধবার, ৪ জুন,২০২৫, ১২:৫৩ পিএম
নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে বদলেছে মুখগুলো : বাঁধন

ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে, যা কেবল কালের এক ফ্রেম নয়; বরং মানবজাতির বিবেক, আস্থা ও আত্মত্যাগের এক চিরন্তন মাইলফলক হয়ে থাকে। কোরবানির ঘটনাটি তেমনি এক দীপ্তিময় অধ্যায়—যেখানে একজন পিতা তাঁর একমাত্র প্রিয় পুত্রকে আল্লাহর নির্দেশে উৎসর্গ করতে প্রস্তুত হন বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, ইমানি প্রেরণায়।

হজরত ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানির জন্য প্রস্তুত হয়ে যে ইমানের উচ্চতর মান তুলে ধরেছিলেন, ঈদুল আজহার মাধ্যমে প্রতিটি মুসলমান সেই আত্মত্যাগ ও আনুগত্যের চেতনায় নিজেকে নতুন করে শাণিত করার সুযোগ পেয়ে থাকেন বারবার।

 

হজরত ইবরাহিম (আ.)-এর এই ঐশী আনুগত্য ও আত্মত্যাগের ঘটনা কেবল ইমানের পরীক্ষা ছিল না; বরং এটি ছিল আল্লাহর সন্তুষ্টির পথে সবকিছু বিসর্জন দেওয়ার এক মহা প্রেরণা।

তিনি যখন বললেন, ‘হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে—আমি তোমাকে জবেহ করছি, তোমার মতামত কী?’ (সুরা সাফফাত: ১০২)।

তখন পুত্র ইসমাইল (আ.)-এর জবাব ছিল ইমানদার সন্তানের এক অনুপম দৃষ্টান্ত, ‘হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা-ই করুন—ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’ (সুরা সাফফাত:

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন