সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদ এলে জমজমাট হয়ে ওঠে চলচ্চিত্র অঙ্গন। প্রতি ঈদে মুক্তি পায় একগুচ্ছ সিনেমা। এবারের চিত্রও একই রকম। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে ৬ সিনেমা। তবে সপ্তাহখানেক আগেও তালিকায় ছিল ১০ সিনেমার নাম। শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ৪ সিনেমা। মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমারও নেই জোরালো প্রচার। ঈদের সিনেমার খুঁটিনাটি নানা বিষয় থাকছে এই প্রতিবেদনে—
সরে গেছে ৪ সিনেমা
ঈদের বাকি তিন দিন। গত সপ্তাহেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমার নাম। কদিন আগে সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’-এর প্রচার। এখন পর্যন্ত টিকে আছে রায়হান রাফীর ‘তাণ্ডব’, সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’, মিঠু খানের ‘নীলচক্র’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’, তানিম নূরের ‘উৎসব’ ও আলোক হাসানের ‘টগর’। শেষ পর্যন্ত এই ছয় সিনেমাই মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হল বুকিংয়ের খবর পাওয়া যায়নি কোনো সিনেমার।