যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভারতে যাওয়ার সময় বেনাপোলে গ্রেপ্তার আ.লীগ নেতা

Kennan Albert
প্রকাশ : বুধবার, ২৫ জুন,২০২৫, ০৩:৪২ পিএম
ভারতে যাওয়ার সময় বেনাপোলে গ্রেপ্তার আ.লীগ নেতা

ভারতে যাওয়ার সময় রংপুরের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় পাসপোর্ট যাচাইকালে তাকে আটক করা হয়।

আটক আনিছুর রহমান (৫৩) রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

 

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক জাকারিয়া বলেন, প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, আনিছুর রহমানের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি মেট্রো থানায় ২০২৪ সালের ২৭ নভেম্বরের একটি মারামারির মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এ সময় আসামি আনিছুর রহমান বলেন, আমার এলাকায় অনেক সুনাম আছে। আমি তিনবার তারাগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সাধারণ একজন আওয়ামী লীগের সদস্য। জনগণ ভালোবেসে আমাকে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে।

 

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, আসামি আনিছুর রহমানের নামে মামলা রয়েছে। তার ডাটাবেজ যাচাইয়ে ধরা পড়ে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, আসামিকে তার নিজ থানা তারাগঞ্জে হস্তান্তর করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন