যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বন্যায় কক্সবাজারে ঘরবাড়ি ভেসে গেছে দাবিতে ভাইরাল ভিডিওটি গত বছরের

Madonna Riggs
প্রকাশ : মঙ্গলবার, ৩ জুন,২০২৫, ০৩:০২ পিএম
আপডেট : রবিবার, ২২ জুন,২০২৫, ০২:০৭ পিএম
বন্যায় কক্সবাজারে ঘরবাড়ি ভেসে গেছে দাবিতে ভাইরাল ভিডিওটি গত বছরের

প্রবল বর্ষণে সম্প্রতি সৃষ্ট বন্যায় কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়ন প্লাবিত হওয়ার দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট ছবি:

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

প্রবল বর্ষণে সম্প্রতি সৃষ্ট বন্যায় কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়ন প্লাবিত হওয়ার দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি প্রত্যন্ত প্লাবিত এলাকায় তীব্র স্রোত নিচু এলাকায় প্রবাহিত হচ্ছে। স্রোতে গাছপালা ভেসে যাচ্ছে।

Md. Zacky Khan নামের ফেসবুক পেজ থেকে গত ৩০ মে বিকাল ৫টা ১৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘কক্সবাজার জেলার আওতাধীন মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙার পশ্চিমপাড়ার বর্তমান অবস্থা।’ (বানান অপরিবর্তিত)

গতকাল রোববার (১ জুন) বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি ২৯ লাখ দেখা হয়েছে এবং ১ লাখ ৪ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৬ হাজার ১০০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৯ হাজার বার।

ভিডিওটি পুরোনো উল্লেখ করে অনেকে কমেন্ট করেছে। আবার সাম্প্রতিক সময়ের সত্য মনে করেও কেউ কেউ কমেন্ট করেছেন। Md. Aminul Islam Driver নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দিয়ে সবাইকে বিপদ বিপদ থেকে উদ্ধার করুন হে আল্লাহ এই বন্যায় যারা নাকি অনেক কষ্টে আছে তাদেরকে আপনি হেফাজত করুন আপনি সব কিছুর মালিক আপনি শব্দ বাতেও পারেন বাঁচাতেও পারেন হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন আমিন।’ (বানান অপরিবর্তিত)

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন