যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষকের বিরুদ্ধে আবারও সরকারি গাছ বিক্রির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৬:৫৪ পিএম
শিক্ষকের বিরুদ্ধে আবারও সরকারি গাছ বিক্রির অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের গাছ চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুলচারা গ্রামের জিকে সেচখালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শৈলকুপা উপজেলার শেখপাড়া ডিএম কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কুলচারা গ্রামের জিকে সেচখালের একটি রেইনট্রি ও দুইটি ইপিল গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

শনিবার দুপুরের পর ব্যবসায়ী তার শ্রমিক দিয়ে গাছ কাটা শুরু করলে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে খবর দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে উপস্থিত হলে শিক্ষক আমিরুল ইসলাম ও শ্রমিকরা সটকে পড়েন।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কাজী মহসিন বলেন, কলেজ শিক্ষক আমিরুল ইসলাম ইতোপূর্বে পানি উন্নয়ন বোর্ডের গাছ কেটে নিয়েছেন। তখন তার বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়। এবারও তিনি একই কাজ করেছেন। এবারও তার বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হবে।

অভিযোগের ব্যাপারে কলেজ শিক্ষক আমিরুল ইসলাম বলেন, সমিতির মাধ্যমে গাছ লাগানো ছিলো। সেই গাছ কাটতে চেয়েছিলাম। পরে আর কাটা হয়নি। ওখানেই আছে গাছগুলো।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, গাছ কাটার ব্যাপারে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। পানি উন্নয়ন বোর্ড অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)