যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবরোধের দুই ঘণ্টা পর পাওয়া গেল ঝিকরগাছার যুবদলনেতাকে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৩:৫৪ পিএম
অবরোধের দুই ঘণ্টা পর পাওয়া গেল ঝিকরগাছার যুবদলনেতাকে

প্রায় দুইদিন ধরে নিখোঁজ থাকার পর রোববার দুপুরে সন্ধান মিলেছে যশোরের ঝিকরগাছা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেনের (৩৫)।

রাসেলের বন্ধু এবং জিয়া সাইবার ফোর্সের ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক দুপুর পৌনে দুইটার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, `দুপুরে খবর পাওয়া যায় রাসেল যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে রয়েছে। এই খবর পেয়ে তার ভাই-স্বজনরা সেখানে গিয়েছেন।'

গত ২৬ ডিসেম্বর রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ রয়েছে।

তাকে উদ্ধারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) সকালে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন ২৬ ডিসেম্বর বিকেলে তিনি যশোর শহরের এয়ারপোর্ট কলোনিতে শ্বশুরবাড়ি যান এবং সন্ধ্যায় নিজগ্রামে ফেরেন। পরে রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

জিয়া সাইবার ফোর্সের ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক ও রাসেলের বন্ধু সোলায়মান হোসেন আজাদ বলেন, `গত শুক্রবার রাত (২৬ ডিসেম্বর) থেকে রাসেল নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের দাবিতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আমরা মল্লিকপুরে রাসেলের বাড়ির সামনে মহাসড়কে অবস্থান নিই। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সোমবার সকালের মধ্যে নিখোঁজ রাসেলের উদ্ধারের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।’

এদিকে, নিখোঁজের ঘটনায় তার ছোট ভাই নুর আলম রয়েল গত ২৭ ডিসেম্বর ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১২২৩।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন, ‘নিখোঁজ রাসেলের উদ্ধারের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান নেন দলের নেতাকর্মীরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খুব শিগগিরই তাকে উদ্ধারের আশ্বাস দিলে তারা কর্মসূচি তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’

ওসি আরও বলেন, ‘রাসেলকে পাওয়া গেছে- এমন সংবাদ পেয়েছি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)