নড়াইল প্রতিনিধি
নড়াইলে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সেমিনার, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ‘৩৬ জুলাইয়ের স্বপ্ন নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক’ একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা।
সেমিনারে বক্তব্য রাখেন আরআরএফ এর পাজারখালী শাখা ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী আবুল হাশেম, সহকারী উপজেলা সমন্বয়কারী সোহেলী মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব মোল্যা, নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির সহছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল বিশ্বাস এবং নলদী ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাস।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- হেমায়েত হোসেন মোল্যা, মশিয়ার রহমান মোল্যা, ইয়াকুব মোল্যা, আশরাফুল বিশ্বাস ও জান্নাতুল বিশ্বাস।
বক্তারা মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।