যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে: অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৮:০৯ পিএম
আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে: অমিত

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে। বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছে, আগামীদিনে আর সেভাবে চলবে না। সকলকে সাথে নিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়তে চান।

রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধানঅতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মশালায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার ইতিহাস বিএনপির রয়েছে। বিগত সময়ে বিএনপি জনগণের সামনে যে কথা দিয়েছে, তা বাস্তবায়ন করেছে। প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বিএনপির নেই, সেটি জনগণ ভালোভাবেই জানে। আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করি না। রাষ্ট্র এবং সমাজে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে আমরা সেই রাজনীতি করে আসছি। যে কারণে বিগত ফ্যাসিস্ট আমলে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও ৫ আগস্ট পট পরিবর্তনের পর এই দলের নেতাকর্মীরা প্রতিশোধমূলক কিছুই করেনি। বরং তারা ভিন্নমত ও পথের মানুষকে সুরক্ষা দিয়েছে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

কর্মশালা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)