যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সত্যিই কি ইরান-তুরস্ক-সৌদি-পাকিস্তান মিলে ‘ইসলামিক আর্মি’ গঠন করবে?

Madonna Riggs
প্রকাশ : সোমবার, ১৬ জুন,২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : বুধবার, ২৫ জুন,২০২৫, ০৩:৫৭ পিএম
সত্যিই কি ইরান-তুরস্ক-সৌদি-পাকিস্তান মিলে ‘ইসলামিক আর্মি’ গঠন করবে?

ফাইল ছবিতে ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার মহসেন রেজাই ছবি: প্রেস টিভির

ইসরায়েলের সাথে চলমান সামরিক সংঘাতের মধ্যে কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মধ্যপ্রাচ্যে ‘ইসলামিক সেনাবাহিনী’ গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। ফলাও করে সেই প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরান নাকি বলেছে- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ কয়েকটি দেশ নিয়ে ‘ইসলামিক আর্মি’ নামের একটি সেনাবাহিনী গঠন করা হতে পারে।

ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার মহসেন রেজাই-এর এক পুরনো বক্তব্যের বরাত দিয়ে এমনটাই দাবি করা হয়েছে। দাবি করা হয়েছে- মহসেন রেজাই অনেক আগে বলেছিলেন, ‍"‘ইসলামিক আর্মি’ গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।" 

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে নতুন করে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও মহসেন রেজাই ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, তিনি ২০২৩ সালের ১ নভেম্বর "To Palestine’s Horizon" অনুষ্ঠানে মহসেন রেজাই বলেছেন, ফিলিস্তিনের ইন্তিফাদা অব্যাহত থাকলে একটি আন্তর্জাতিক ইসলামিক সেনাবাহিনী গঠন করা হবে। তিনি তখন আরও উল্লেখ করেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি। 

এছাড়া, ২০২৪ সালের ১৫ অক্টোবর আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, মুসলিম সরকারগুলোকে একটি ইসলামিক সেনাবাহিনী গঠনের আহ্বান জানাচ্ছি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে।

তবে এ নিয়ে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা এই প্রস্তাবের প্রতি তাদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

তথ্যসূত্র : আল-জাজিরা ও ইরান ইন্টারন্যাশনাল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন