যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ছিনতাইয়ের খবরে ঘটনাস্থলে পুলিশ ও অন্যরা।
ছবি: কালবেলা
যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের জামতলা দোনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ‘নগদ’-এর মনিরামপুর অফিসে টাকা পৌঁছে দিতে যশোর শহরের এক এজেন্ট অফিস থেকে বিপুল নগদ অর্থ নিয়ে যাত্রা শুরু করেছিলেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন যশোরের ওই এজেন্ট অফিসের প্রতিনিধি সাজু।
ম্যানেজার ও ড্রাইভারের দাবি, তাদের প্রাইভেটকার জামতলা-দোনার এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা গাড়ির সামনে এসে গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
প্রত্যক্ষদর্শী কৃষক মিরাজুল ইসলাম ও জবেদা বেগম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করা অবস্থায় ভাঙচুরের শব্দ শুনতে পায়। এগিয়ে এসে দেখি প্রাইভেটকারের জানালার গ্লাস ভাঙা অবস্থায় দুজন দাঁড়িয়ে আছে। টুকু নামের অপর এক মাঠ শ্রমিক ব্যাগ নিয়ে দুই মোটরসাইকেলে কয়েকজনকে পালিয়ে যেতে দেখেছে। তবে ব্যাগে কি ছিল সেটা বলতে পারি না।