রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। বাসটিকে খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। চালক পলাতক থাকায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশে নৈশকোচ দুর্ঘটনা নতুন নয়। বিগত কয়েক বছর ধরেই চালকের ক্লান্তি, রাতজাগা ডিউটি এবং গাফিলতিতে এমন দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। মাহবুবনগরের এই দুর্ঘটনাও সেই দীর্ঘ তালিকায় আরেকটি সংযোজন।