যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তাজমহল আগে মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর,২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর,২০২৫, ০৫:৩১ পিএম
তাজমহল আগে মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিতে রূপান্তরিত করেন। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি আগ্রার এই তাজমহল নিয়ে তিনি আবার নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন। খবর এনডিটিভির।

ভারতের সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের সময় বিজয়বর্গীয় দাবি করেন, মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলকে প্রথমে বুরহানপুরে দাফন করা হয়েছিল। পরে তার মরদেহ এমন এক স্থানে নেওয়া হয়, যেখানে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল, এরপর সেখানে গড়ে ওঠে তাজমহল।

তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোড়ন তৈরি হয়। মুহূর্তেই তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র ও বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। বিজয়বর্গীয়র সমর্থকেরা সামাজিকমাধ্যমে বিষয়টিকে ‘ঐতিহাসিক ব্যাখ্যা’ বলে তুলে ধরলেও সমালোচকেরা তার এই মন্তব্যটিকে উসকানিমূলক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

একই অনুষ্ঠানে বিহারের মানুষদের নিয়ে আরেক মন্তব্যও করেন তিনি। বিজয়বর্গীয় বলেন, বিহারের কারও বিনয়ী হওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন বিনয়ের সঙ্গে এগিয়েছেন। এই মন্তব্যও অনলাইনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, কেউ একে স্বাভাবিক রাজনৈতিক মন্তব্য বলেছেন, আবার কেউ একে অনুপযুক্ত ও আপত্তিকর বলছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)