যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কর্মী নিতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর,২০২৫, ০৪:৪৯ পিএম
কর্মী নিতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে থাইল্যান্ড। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথং বলেন, এই চুক্তির মাধ্যমে অতি দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। তিনি থাইল্যান্ডে বিদ্যমান শ্রমিক ঘাটতি মোকাবেলায় বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এসময় বৈঠকে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী -নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানোর আশ্বাস দেন। পাশাপাশি শ্রম অভিবাসনের ব্যবস্থা ও কার্যপ্রণালি সম্পর্কে সরাসরি ধারণা নিতে সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান তিনি।

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী এ বিষয়ে তার ঊর্ধ্বতন সহকর্মীদের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা এগিয়ে নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্বও তুলে ধরেন।

বৈঠকে রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে এখন পর্যন্ত হওয়া আলোচনা সম্পর্কে শ্রমমন্ত্রীকে অবহিত করেন। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান শ্রমবাজারের মতো থাইল্যান্ডের ক্ষেত্রেও সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)