টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। এতে যশোর জেনারেল হাসপাতালে আসা বহির্বিভাগের রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। তবে, অন্তঃবিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।
কর্মবিরতি সফল করতে যশোর ২০৫০ শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণের স্বপক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধন করেন।
এসব ফেস্টুনে লেখা ছিল ‘আর নয় কালক্ষেপণ, চাই ১০ম গ্রেড এর প্রজ্ঞাপন’ ইত্যাদি। দাবির স্বপক্ষে তারা বক্তব্যও রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ফার্মাসিস্ট হাসানুজ্জামান, জহুরুল ইসলাম, খাইরুল ইসলাম, টেকনোলজিস্ট পারভেজ মোশারফ এবং ফার্মাসিস্ট রাজু আহমেদ।
কর্মসূচি চলাকালে হাসপাতালের ফার্মেসি, প্যাথলজি, এক্সরে এবং সিটিস্ক্যান বিভাগের সকল কার্যক্রম বন্ধ ছিল। এতে সাধারণ রোগীরা ফার্মেসি, প্যাথলজি, এক্সরে এবং সিটিস্ক্যানের সেবা থেকে বঞ্চিত হন। প্রাথমিক চিকিৎসার টিকিট না পেয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রোগীদের।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়েত জানান, কর্মবিরতির কারণে বহির্বিভাগ রোগীদের সাময়িক সমস্যা হচ্ছে। তবে অন্ত:বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা স্বাভাবিক ছিল।