স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের বারান্দিপাড়ায় গোলাম রসুল (৩০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার বেনিয়ালি গ্রামের নিশার উদ্দিনের ছেলে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা কী কারণে গোলাম রসুলকে হত্যার চেষ্টা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। আহতের হাতে একটি চিরকুটে তিনজনের নাম লেখা রয়েছে-যারা তাকে হত্যার উদ্দেশ্যে গলা কেটেছে বলে তাতে লেখা আছে।
বিষয়টি জানার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান।
আহত গোলাম রসুলের হাতে থাকা চিরকুটে লেখা ছিল তাকে গলা কেটেছে টুটুলের ছেলে আমিন, তপু ও সজীব।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার রেজওয়ান আহমেদ জানিয়েছেন, রোগীর শারীরিক অবস্থার খারাপ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
যশোর কোতোয়ালি থানার এস আই আব্দুল হামিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তিনি হাসপাতালে যান। আহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
চিরকুট নিয়ে তদন্ত শুরু করছি আমরা। তবে, কারা কী কারণে গোলাম রসুলকে হত্যা করতে চেয়েছে সে বিষয়ে এখন বলা সম্ভব না।
তিনি আরো জানান, প্যারিস রোডে ফাস্টফুডের দোকান ছিল আহত গোলাম রসুলের। পাঁচ দিন আগে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে পরিবারের লোকজন থানায় জিডি করেন একটি।