স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পূর্বশত্রুতার জেরে স্মৃতি বেগম (৩০) ও শারমিন সুলতানা (২৫) নামে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের বারান্দিপাড়া সরদারপাড়া মসজিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত স্মৃতি সরদারপাড়ার আব্দুর রহিমের স্ত্রী ও শারমিন একই এলাকার সবুজ হোসেনের স্ত্রী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বারান্দিপাড়া মসজিদের সামনে আহত স্মৃতি ও শারমিনের ওপর হামলা চালায় একই গ্রামের আবু তালেবের ছেলে আলামিন (২০)।
পূর্ব শত্রুতার জের ধরে আলামিন ধারালো ছুরি দিয়ে স্মৃতির বাম হাতের কব্জির ওপরে কোপ দিয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। এসময় শারমিন বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।