যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাথায় আঘাতে হাসপাতালে চট্টগ্রাম রয়্যালসের শরিফুল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৪:২৩ পিএম
মাথায় আঘাতে হাসপাতালে চট্টগ্রাম রয়্যালসের শরিফুল

অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম রয়্যালস দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে ।

চট্টগ্রাম রয়্যালস সূত্র জানিছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার।

সোমবার (২৯ ডিসেম্বর) যেহেতু ম্যাচ আছে, এজন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে।

চোটের ধরন জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এজন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।

 

S.s

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)