যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অকাল প্রয়াত কৃষকদলনেতার কবর জিয়ারত অ্যাড. ফরহাদের

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৬:২২ পিএম
অকাল প্রয়াত কৃষকদলনেতার কবর জিয়ারত অ্যাড. ফরহাদের

অকাল প্রয়াত লোহাগড়া কৃষকদলনেতার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন অ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৪ ডিসেম্বর রাতে ঢাকায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জেলা কৃষকদলের আহ্বায়ক মো. খায়রুজ্জামান আলম মুন্সী।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ নিহতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। ওই সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি অকাল প্রয়াত কৃষকদলের আহবায়ক খায়রুজ্জামান আলম মুন্সীর দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়ার বাড়িতে যান। সেখানে প্রয়াত আলম মুন্সীর স্ত্রী মিতু বেগম ও তাদের দুই ছেলে ও এক মেয়ের সাথেও তিনি কথা বলেন।

বিএনপির দলীয় প্রার্থী অ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ অকাল প্রয়াত খায়রুজ্জামান আলম মুন্সীর তিন সন্তানের পড়ালেখার দায়িত্ব নেন এবং লেখাপড়া শেষে তাদের সরকারি চাকরি প্রাপ্তিতে সম্ভাব্য সকল সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে তিনি খায়রুজ্জামান আলম মুন্সীর কবর জিয়ারত করেন।

তার সাথে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, কাজী শওকত আলী, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, তরিকুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনাসভায় যোগদানের উদ্দেশ্যে গত ২৪ ডিসেম্বর রাতে লোহাগড়া থেকে বাসযোগে রাজধানী ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় খায়রুজ্জামান আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২৫ ডিসেম্বর দুপুরে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)