সুবর্ণভূমি ডেস্ক
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করেছেন। তাকে সিপিআর দিতে দিতে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিন মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সকালে ম্যাচের পরিকল্পনা সাজাতে ও গা গরমের জন্য খেলোয়াড়দের সঙ্গে নির্ধারিত সময়ে মাঠে এসেছিলেন স্থানীয় অভিজ্ঞ কোচ জাকি।
কিন্তু হঠাৎ দলের ডাগ আউটের কাছে পড়ে যান তিনি। তাৎক্ষণিক দলের ফিজিও তার কাছে আসেন এবং সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি পরিষ্কার হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে সিপিআর দিতে দিতে হাসপাতালে নেওয়া হয়েছে।