নড়াইল প্রতিনিধি
সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নড়াইল শহরে ডেভিল হান্ট-২ অভিযানে তিনি গ্রেপ্তার হন।
সংশ্লিষ্ট জানা গেছে, বিগত ফ্যাসিস্ট আমলে চাঁদাবাজি, বিরোধীদলের নেতাকর্মীদের মারধর ও অপহরণের ঘটনায় অভিযুক্ত তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, গেল রাতে অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফ্যাসিস্ট আওয়ামী আমলে রামিম রহমান চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। এছাড়াও শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপিনেতা নুরুল হকসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত এই রামিম রহমান।
গ্রেপ্তার রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার হামিমুর রহমান জান্নুর ছেলে।