যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাইকেলের শোরুমে মিললো বিদেশি পিস্তল, মালিক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৬:৪৩ পিএম
সাইকেলের শোরুমে মিললো বিদেশি পিস্তল, মালিক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে চায়না সাইকেল শোরুমে মিললো বিদেশি পিস্তল ও গুলি। রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়নপুরের ওই শোরুমে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

এসময় শোরুম মালিক গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করেছে যৌথবাহিনী। আটক জাহিদ জীবননগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়। এখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। আটক করা হয় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ সোলাইমান বলেন, আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)