মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে খাবার বিক্রির অনুমোদন না থাকায় এক চটপটি বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, অনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত রাখায় আদালত তাকে সতর্ক করেছেন।
রোববার বিকেলে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়পাড়ে অবস্থিত ফুসকা ও চটপটি বিক্রেতা শাহাজামালকে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান বলছেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ -এর ৭ (সাত) ধারা ভঙ্গের অপরাধে শাহাজামালকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, মূলত ফুসকা ও চটপটি বিক্রেতা হলেও একসাথে ৫০-৬০ জন ক্রেতাকে পরিবেশন করতে পারায় শাহজামালের এই ব্যবসা হোটেল ও রেস্তোরাঁর আওতায় পড়ে। বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ -এর ৭ (সাত) ধারার আইনে লাইসেন্সবিহীন কেউ এই ব্যবসা পরিচালনা করলে তাকে অর্থদণ্ডের পাশাপাশি ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। আমরা তাকে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করেছি।
তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল, ঝাঁপা বাঁওড় পাড়ের খাবারের দোকানগুলোতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের অনৈতিক কার্যকলাপে উদ্বুদ্ধ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দেখা গেছে, শাহজামালের দোকানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বসার স্থান করা হয়েছে।
অভিযানে আদালতের কাছে মনে হয়েছে, দোকানির পক্ষ থেকে অসামাজিক কাজে উৎসাহ দেওয়া হয়। এজন্য তাকে সতর্ক করা হয়েছে- বলেন তিনি।