ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বুধবার (০৪ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ শহরের পৌর এলাকার পবাহাটি গ্রামে শিশু সাইমা খাতুন সাবা হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে। যারা এই হত্যার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে, তারা যত ক্ষমতাবানই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত শিশু সাইমা খাতুন সাবার পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্যই জুলাই বিপ্লবের পর থেকে দেশে আমরা কোনো ক্রস ফায়ারের ঘটনা দেখিনি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি।
বুধবার (০৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা খাতুন সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯টার দিকে প্রতিবেশি শান্তনা খাতুনের ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।