ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় আবির হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কালীগঞ্জের কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবির রামচন্দ্রপুর গ্রামের কামাল হোসেনের পুত্র।
আবির বাড়ির পাশে মুদি দোকানের দিকে যাওয়ার সময় দ্রুতগতির মোটরচালিত এক ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।