যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর প্রেসক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান ও বাবর আলী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর,২০২৫, ০৮:১৫ পিএম
মহেশপুর প্রেসক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান ও বাবর আলী

ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের দ্বি-বাষিক নির্বাচনে আব্দুর রহমান সভাপতি, বাবর আলী বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মহেশপুর প্রেসক্লাবের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মো. আব্দুর রহমান (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক বাবর আলী বাবু (দৈনিক আমার দেশ) নির্বাচিত হয়েছেন।

মহেশপুর প্রেসক্লাবের নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমানের পক্ষে অমেদুল ইসলাম তফসিল অনুযায়ী নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

গত ১০ ডিসেম্বর ঘোষিত তফসিলে ২৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ নিধারণ করা হয়। ১৫ পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র সংগ্রহ হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
এর আগে আব্দুর রহমানের সভাপত্বিতে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু, ইশারত মুন্ডল,আবুল কাসেম, বাবর আলী বাবু, আব্দুল হামিদ, মাহমুদুল হাসান মিলন, শামীম আহম্মেদ প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)