স্টাফ রিপোর্টার যশোর
ছেলের ছুরিকাঘাতে বাবা খলিলুর রহমান খলিল (৪২) জখম হয়েছেন।
পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে যশোর সদরের আরবপুর গোড়াপাড়ায় নিজবাড়িতে বাড়িতে এই ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির বাবার নাম আলফাজ উদ্দিন।
হাসপাতালে চিকিৎসাধীন খলিল জানান, রাতে বাড়িতে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে ছেলে নুর আলমের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে তাকে চাকু দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন খলিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সাকিরুল ইসলাম জানিয়েছেন, তার পায়ে আঘাত লেগেছে। ব্যবস্থাপত্র দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।