স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপি থেকে মতিয়ার রহমান ফারাজীকেও দলীয় মনোনয়নপত্র প্রদান করা হয়েছে। তিনি দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি।
এর আগে এই আসন থেকে দলীয় মনোনয়ন লাভ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।
দলীয় সূত্র বলছে, যশোর-৪ আসনে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবই বিএনপির মূল প্রার্থী। মতিয়ার রহমান ফারাজীকে ‘ব্যাকআপ’ হিসেবে রাখা হয়েছে। কোনো কারণে টিএস আইয়ুবের মনোনয়ন বাতিল হলে সেক্ষেত্রে মতিয়ার রহমান ফারাজীকে দলের প্রার্থী করা হতে পারে।
২০১৮ সালের নির্বাচনেও একাধিক নেতাকে প্রার্থী হিসেবে প্রস্তুত রেখেছিল বিএনপি।
এ বিষয়ে রাতে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সুবর্ণভূমিকে বলেন, ‘গতরাতে (বৃহস্পতিবার) তাকে (মতিয়ার রহমান ফারাজী) ব্যাকআপ হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমার ব্যাংক সংক্রান্ত কিছু জটিলতা ছিল। সেগুলো কেটে গেছে। এরপরই তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছেন।’
আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় বাঘারপাড়া উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন টি এস আইয়ুব।
এদিকে, মতিয়ার রহমান ফারাজী গণমাধ্যমকে বলেছেন, এবার মনোনয়ন চাওয়ার পর দল থেকে তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণার আগে থেকেই অভয়নগর, বাঘারপাড়া এবং বসুন্দিয়ার মানুষ প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।
তিনি বলেন, ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব চার ব্যাংকে ঋণ খেলাপি। গত সপ্তাহে ঢাকা ব্যাংকের ঋণ শিডিউলের চেষ্টা করলে আদালত তার আবেদন খারিজ করে দেন।
এ কারণে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে একটি মনোনয়নপত্র ও একটি অঙ্গীকারপত্র দেওয়া হয়েছে।