যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে কাফনের কাপড় পরে বিএনপি কর্মীদের বিক্ষোভ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর,২০২৫, ০৮:২৭ পিএম
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর,২০২৫, ০৮:৫২ পিএম
মণিরামপুরে কাফনের কাপড় পরে বিএনপি কর্মীদের বিক্ষোভ

বিএনপির জোট প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ও শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবিতে যশোরের মণিরামপুরে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলটির কয়েক হাজার নারী ও পুরুষ সমর্থক কাফনের কাপড় পরে মণিরামপুর বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এসময় তারা রশীদ বিন ওয়াক্কাসের বিরুদ্ধে ও শহীদ ইকবালের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।

বহু বছর ধরে মণিরামপুরে বিএনপির নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে ধানের শীষের মনোনয়ন দেয় দলটির হাই কমান্ড।

এরপর মণিরামপুরে দলটির বিভক্ত নেতাকর্মীরা এক হয়ে শহীদ ইকবালের পক্ষে কাজ শুরু করেন। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর শহীদ ইকবালের মনোনয়ন বাতিল করে জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি জোটের প্রার্থী ঘোষণা করা হয়।

এরপর বিএনপির নেতা কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘দলের হাইকমান্ড থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল। আমরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে শহীদ ইকবাল হোসেনের পক্ষে মাঠে নেমেছিলাম। এরপর দল আবার ঐক্যজোটের পক্ষে রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দিয়েছে। এটা আমরা বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারি না।’

তিনি বলেন, ‘মণিরামপুরে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে নানাভাবে মামলা হামলার শিকার হয়েছেন। শহীদ ইকবালের মনোনয়ন কেড়ে নেওয়ায় আমাদের নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। আমরা চাই বিএনপির প্রার্থী শহীদ ইকবালকে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।’

একই দাবিতে রোববার মণিরামপুরের সকল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান আসাদুজ্জামান মিন্টু।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)