মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মরহুম শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোটচাঁদপুর পৌর সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, মহেশপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর সভাপতি আমিরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মেহেদী হাসান রনি সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা মরহুম শহিদুল ইসলাম মাস্টার এই এলাকার মানুষের সুখ-দুঃখে আজীবন পাশে ছিলেন। তার আদর্শ অনুসরণ করেই আমি রাজনীতি করছি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।’