ঝিনাইদহ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেলে শৈলকুপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এদিকে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ দুপুর ১টার দিকে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র মজা দিয়ে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম অঙ্গীকার বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা।
তিনি বলেন, শিক্ষা, নারীদের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এই সবকিছুর জন্য কাজ করবো। আইনের শাসন নিশ্চিত করা সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দমতো ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।