যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছার উদ্ধার যুবদল নেতা রাসেলকে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৮:২৯ পিএম
ঝিকরগাছার উদ্ধার যুবদল নেতা রাসেলকে হাসপাতালে ভর্তি

ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩২) অসুস্থ অবস্থায় উদ্ধার হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাগেছে, রুস্তম আলীর ছেলে রাসেল ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে শ্বশুরবাড়ি যশোর সদর উপজেলার ভেকুয়িা গ্রাম থেকে বাড়িতে ফেরেন।

রাতে বাড়ির বাইরে যেয়ে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না।

রাসেল হোসেন গুম হয়েছে দাবি করে প্রতিবাদে লাউজানি এলাকায় গাছ ফেলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে স্বজনসহ এলাকাবাসী।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে যশোর ডিবি পুলিশের তৎপরতায় কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি রোড এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা খারাপ না। খাবারে কিছু সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থা সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)