যশোর, বাংলাদেশ || রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণতন্ত্রের উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৬ ডিসেম্বর,২০২৫, ০৯:১৯ পিএম
গণতন্ত্রের উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং  খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া দলের উর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তার শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তার সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি। তিনি সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারে পথটা সহজ হবে। সেটি দেশের মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। যে কারণে গণতন্ত্রের মাতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সমগ্র দেশবাসী প্রার্থনা করছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,  সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ডক্টর অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ ( ড্যাব) যশোর জেলা শাখার নেতা রবিউল ইসলাম, ফারুক এহতেশাম পরাগ প্রমুখ

প্রসঙ্গত. যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এবং কচুয়া ইউনিয়নে প্রতি ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে যত প্রকার সেবা দেওয়ার সুযোগ আছে, সেগুলো দেওয়া হচ্ছে। বিনামূল্যে প্রয়োজনীয় সকল ওষুধ প্রদান করা হচ্ছে।  এখানে যদি  কোন রোগীর অপারেশনের প্রয়োজন হয়, চিকিৎসকরা সেসব রোগীদের চিহ্নিত করবেন। পরবর্তীতে বিনা মূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেওয়া কোন রোগীর ফলোআপ চিকিৎসার প্রয়োজন হলে এই চিকিৎসকরা আগামী তিন মাস পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)