স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ওপেন হাউজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) সকালে স্কুলের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সদস্য সচিব গাউসুল আজম ও এডমিন মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের যশোর শাখার প্রিন্সিপাল মো. শরাফত হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু ফয়সাল বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সন্তানদের শুধু সাধারণ শিক্ষা নয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তাই আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন রুনা লায়লা, সায়মা রহমান, আবু নাসের প্রমুখ।
অনুষ্ঠান শেষে অভিভাবকরা তাদের সন্তানদের একটি নির্ভরযোগ্য, আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।