স্টাফ রিপোর্টার
, যশোর
যৌথবাহিনীর সদস্যরা দুই যুবককে আটক ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়া থেকে ককটেল পাঁচটি উদ্ধার করা হয়।
আটক দুইজন হলেন যশোর শহরের নাজিরশংকরপুর এলাকার হিরণের ছেলে নাঈম এবং চোপদারপাড়া আকবরের মোড় এলাকার শাহজাহানের ছেলে সাজু।
কোতোয়ালি থানার এসএস জাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে যৌথবাহিনীর একটি টিম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাজির শংকরপুর বেলের মাঠ এলাকায় অভিযান চালায়। ওই সময় সেখান থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। একইসাথে আটক করা হয় ওই দুইজনকে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে ।
আটকরা জানিয়েছেন, সন্ধ্যার পর বালুরমাঠ এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য তারা গিয়েছিলেন। পাশে বসে ছিলেন শংকরপুর হাজারীগেট এলাকার মিন্টুর ছেলে তানভীর। তিনি যৌথবাহিনীর সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যান। ওই ককটেল তানভীরের। ককটেল সম্পর্কে তারা কিছুই জানেন না। পুলিশ সদস্যরা তাদের ডাক দেয় এবং থানায় নিয়ে এসেছে।