যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ঘোড়দৌড় ও আনন্দমেলায় হাজারো মানুষের ভিড়

মাগুরা সংবাদদাতা

প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর,২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর,২০২৫, ০৮:১২ পিএম
মাগুরায় ঘোড়দৌড় ও আনন্দমেলায় হাজারো মানুষের ভিড়

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়ে গেলো মাগুরা সদরের মঘী মাঠে।

শনিবার বিকেলে ওই মাঠেই আয়োজন করা হয় দুইদিনব্যাপী আনন্দমেলা।

মেলা আর ঘোড়দৌড় দেখতে মঘী ইউনিয়নসহ আশপাশের অন্তত ১০ গ্রামের হাজার হাজার মানুষ মাঠে ভিড় জমায়।

বিকেল থেকে শুরু হওয়া ঘোড়দৌড় প্রতিযোগিতায় পর্যায়ক্রমে পাঁচটি রেস অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই নারী-পুরুষ, শিশু-কিশোর ও যুবক-যুবতীসহ নানাবয়সী মানুষের ঢল নামে মঘী মাঠে।

সত্যপুর গ্রামের ইউসুফ আলী জানান, প্রতিবছর হেমন্ত মৌসুমে ধান কাটার পর এই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে। এতে গ্রামবাসীসহ আশপাশের এলাকার মানুষ আনন্দ উপভোগ করে এবং পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেয়।

মঘী গ্রামের ওয়াজেদ আলী বলেন, ‘দীর্ঘ ২২ বছর ধরে নিয়মিতভাবে আমাদের মাঠে ঘোড়দৌড় ও মেলা হয়ে আসছে। ঘোড়দৌড়ের পাশাপাশি দুইদিনব্যাপী মেলায় নানা ধরনের দোকান বসে, যেখানে সববয়সী মানুষ কেনাকাটা করে থাকেন।’

মেলার আয়োজক কমিটির সদস্য খায়রুজ্জামান সবুজ জানান, প্রতিবছর ধান কাটার পর ঘোড়দৌড়ের পাশাপাশি বিচার গান, মঞ্চনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের মোট ২১টি ঘোড়া অংশ নিয়েছে।

ঐতিহ্যবাহী মঘী ৩১তম ঘোড়দৌড় ও আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমদ। মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মঘী ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহিদুল ইসলাম।

মঘী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মেলার সমাপনী রোববার (২১ ডিসেম্বর)।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)