যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর দ্বিতীয় দফা যৌতুক মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর,২০২৫, ১২:৫৮ এ এম
ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর দ্বিতীয় দফা যৌতুক মামলা

যৌতুক দাবির অভিযোগ এনে ইসমাইল হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

রোববার ঝিকরগাছার খোর্দ মাটিকোমড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ওই কর্মকর্তার স্ত্রী তানজিলা খাতুন মামলাটি করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্রট মাহবুবা শারমিন অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

ইসমাইল হোসেন চৌগাছার নরায়ণপুর গ্রামের ইজাহারুল ইসলামের ছেলে ও কৃষি ব্যাংকের শার্শা শাখার জেনারেল অফিসার।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন আসামি ইসমাইল হোসেন পারিবারিকভাবে তানজিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় আসামিকে সোনার গহনা, আসবাবপত্র দেওয়া হয়। পরবর্তীতে স্বামী-শাশুড়ির খরচ বাবদ তানজিলা খাতুন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেন। এক বছর যেতে না যেতে আসামি মায়ের প্ররোচনায় দশ লাখ টাকা যৌতুক দাবি করে তানজিলার উপর মানসিক নির্যাতন শুরু করেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তানজিলা চলতি বছরের ১০ অক্টোবর স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আসামি বিষয়টি মীমাংসা করে নেওয়ায় তিনি ১৪ অক্টোবর মামলা প্রত্যাহার করেন।

তিনমাস যেতে না যেতে ইসমাইল হোসেন ফের দশ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী-সন্তানের খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আবারও স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে এ মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)