মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেরপাড়া মাদানীয়া নুরানি ও ইবতেদায়ী মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শ্যামকুড় মাঝেরপাড়া জামে মসজিদের সভাপতি মকবুল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. হাবিবুর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার পরিচালক মাওলানা শিহাব উদ্দিন আল আজাদ।
উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান লিটন, সহ-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, মধ্যকুল আলিম মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাদরাসার সদস্য ফিরোজ আহমেদ, আব্দুল ওয়াদুদ, চিনাটোলা আউটলেটের সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম শফি, শ্যামকুড় মাঝেরপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল জলিল, বাবুল আক্তার, মাদরাসার নুরানি বিভাগের প্রধান হাফেজ মাওলানা আবু সাইদ, ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা আমজাদ হুসাইন, সহকারী শিক্ষক, তাজু আহমেদ ও হারুনর রশীদ প্রমুখ।
বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. আবুল হুসাইন।