অভয়নগর (যশোর) প্রতিনিধি
আনন্দ র্যালি, কেক কাটা, আড্ডা, গল্প আর স্মৃতিচারণের মধ্য দিয়ে যশোরের অভয়নগরে শতবর্ষী সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল এ অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অনেকে বহু বছর পর বন্ধুর দেখা পেয়ে উচ্ছ্বসিত হন, আবার কেউ পুরোনো স্মৃতি মনে করে আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ডা. আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান জিএম সরোয়ার ফারাজি, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং ব্যাংক কর্মকর্তা গাজী মোশারফ হোসেন।