ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আট দফা দাবিতে এই অবরোধ করেন তারা। এসময় সড়কর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানান, উচ্চ মাধ্যমিক শেষ করে কৃষি ডিপ্লোমায় ভর্তি হয়েছেন তারা। কিন্তু, সরকারি কোনো কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারেন না। তারা উচ্চ শিক্ষার অধিকার চান।
কৃষিতে ডিপ্লোমা করলেও দেশের প্রচলিত ডিপ্লোমাপ্রাপ্ত সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে সমতা, উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ ও ন্যায্য অধিকার চেয়েছেন তারা।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ।
বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঝিনাইদহ ক্যাম্পাস শাখার সভাপতি শাহিনুল ইসলাম শুভ বলেন, ‘আমরা বিগত নয় মাস ধরে সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছি। সবাই আমাদের আশ্বস্ত করছে। আমরা আশ্বাস চাইনা, প্রজ্ঞাপন চাই। আমরা উচ্চ শিক্ষার অধিকার চাই।’
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নিয়েছে। তারা আমাদের কথা রেখেছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের দাবিগুলো উপস্থাপন করবো।’