যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ফিরোজের

কালীগঞ্জ বিএনপিতে নৈরাজ্য

তারেক মাহমুদ

, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর,২০২৫, ১০:০০ এ এম
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর,২০২৫, ১২:৫৩ এ এম
কালীগঞ্জ বিএনপিতে নৈরাজ্য

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি থেকে কাউকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে। কয়েক দিনে বিভিন্ন সভা সমাবেশে মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজসহ দলের নেতাকর্মীদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

সাইফুল ইসলাম ফিরোজ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ শহরের নীমতলায় দলীয় কার্যালয়ে এক কর্মিসমাবেশে সাইফুল ইসলাম কাঁদতে কাঁদতে এ ঘোষণা দেন। এসময় তার পাশে বসে থাকা নেতাদেরও কাঁদতে দেখা যায়। বিএনপির এ হ-য-ব-র-ল অবস্থা কাজে লাগাতে ভোটের মাঠে জোর তৎপরতা চালাচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে দল পরিবর্তনের পর এ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। ওই সময় বিএনপি মহাসচিব ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে ঘোষণা দেন।

এর আগে ২৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব স্বৈরাচারবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দল গণঅধিকার পরিষদের প্রার্থী রাশেদ খানের জন্য ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

রাশেদ খান সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেবেন বলে ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী এমএ মজিদ নিজের মনোয়নপত্র জমা শেষে সাংবাদিকের এই তথ্য দেন।

একই দিন দলীয় মনোনয়নপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেবেন ঘোষণা দিয়ে যথাসময়ে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ফলে ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকার ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খান।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোন্দল না থাকায় তাদের প্রার্থী নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপির গৃহদাহে ফুরফুরে মেজাজে রয়েছে জামায়াত। দলটির প্রার্থী মাওলানা আবু তালিব রোববার বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোয়নপত্র জমা দিয়েছেন। স্থানীয়রা বলছেন বিএনপির বর্তমান হ-য-ব-র-ল অবস্থার অবসান না হলে আসটি হারানোর আশঙ্কা সৃষ্টি হবে।

দলের মহাসচিবের ঘোষণার পর বিক্ষোভ সমাবেশ থেকে মনোনয়ন না পাওয়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্যের স্ত্রী মুর্শিদা জামান দাবি করেন, দলের জেলা সভাপতি ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা টাকার বিনিময়ে রাশেদকে মনোনয়ন দিয়েছেন। এসময় তারা দলের অপর মনোনয়নপ্রত্যাশী হামিদুল ইসলাম হামিদকে ‘বেইমান’ বলে বলে আখ্যা দেন। যদিও মুর্শিদা জামান তার বক্তব্যের জন্য পরে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন।

ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম মজিদের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উদ্দেশে রাশেদ খান বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা সবাই একতাবদ্ধ থাকলে কেউ ঠেকাতে পারবে না। আমি বিএনপিতে যোগদান করেছি। আমাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। গত ১৭ বছরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। আমি ঝিনাইদহ-৪ এ নির্বাচন করছি। আমি জাতীয় রাজনীতি করি, আমি দেশের যে কোনো আসনে নির্বাচন করতে পারি।’

তিনি বলেন, ‘তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। আমাকে ঝিনাইদহ-৪ এ নির্বাচনের জন্য মনোনীত করেছেন তারেক রহমান। তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়েছেন। আমরা তাকে শ্রদ্ধা করি। আমরা একসাথে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। সবাই একসাথে থাকলে আমাদের বিজয় লাভ করা সহজ হবে।’

রাশেদ খানকে দল থেকে মনোনয়ন দেওয়া ও নিজে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করা নিয়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘রাশেদ খান একজন নীতিভ্রষ্ট রাজনীতিবিদ। তার স্বার্থের জন্য দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি জনগণের জন্য স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। আমি বিএনপির কর্মী ছিলাম। দলের তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এদের মধ্যে কাউকে মনোনয়ন দিলে আমার স্বতন্ত্র নির্বাচন করার প্রয়োজন হতো না। স্থানীয় বিএনপির ৮০ ভাগ মানুষ আমার সাথে আছে। আমি শতভাগ বিশ্বাস করি, ভোটে আমি জয়লাভ করবো।’

ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত কালীগঞ্জের সংবাদকর্মী শাহজাহান আলী সাজু। যিনি এরশাদবিরোধী আন্দোলন থেকে চব্বিশের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কথা প্রসঙ্গে সাজু বলেন, ‘দেশবাসী দেখেছেন রাশেদকে বিএনপিতে যোগদান করিয়ে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে তিন নেতা ছিলেন। তাদের হাত ধরে স্থানীয় রাজনীতি ও দলের লড়াই সংগ্রাম চলমান ছিল। আমি মনে করি রাশেদকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতাদের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন ও হেয় করা হয়েছে।’

তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের স্বতন্ত্র নির্বাচন করার বিষয়ে বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া মানে দলে না থাকা। বিএনপি একটা বড় দল। দলের বাইরে গিয়ে নির্বাচন করা অনেক কঠিন হবে বলে।’

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ‘দলের বাইরে যাওয়া যাবে না। দল যে নির্দেশনা দেবে আমরা তৃণমূলের নেতাকর্মীরা তা পালন করবো। আমি ছাত্রজীবনে জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি শুরু করি। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল করছি। দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। দল রাশেদ খানকে মনোনয়ন দিয়েছে। তবে কীভাবে নির্বাচন করবো এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করবো না। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠন নীতিবহির্ভূত কোনো কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্য।’

এদিকে, রাশেদ খানের মনোনয়ন বাতিল বা পুনর্বিবেচনা না করলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দল ছাড়তে ইচ্ছুক আজাদ রহমান নামে এক বিএনপিকর্মী বলেন, ‘আমি ফিরোজ ভাইয়ের সাথে রাজনীতি করি। দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে আমি চিনি না, জানি না। তাকে কীভাবে ভোট দেবো? এটা আমি মানতে পারছি না। তাই নেতা সিদ্ধান্ত নিলে দল ছাড়তে রাজি আছি।’

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ১২০ কেন্দ্রে তিন লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ২৫৬ ও নারী এক লাখ ৬৫ হাজার ২০০ জন। এছাড়া পাঁচজন হিজড়া ভোটার রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)