স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও মতবিনিময়সভায় শিশুহৃদরোগ বিশেষজ্ঞ যশোর-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, উন্নত বিশ্বে হোমিওপ্যাথ নিয়ে গবেষণা আছে। রয়েছে অনেক পাবলিকেশনও। আমাদের দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা দরকার। এই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন জরুরি। হোমিওপ্যাথ ও অ্যালোপ্যাথিক ব্যবস্থাকে একে ওপরের প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগী ভাবলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে যশোর-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুরে আলী নুর মামুন, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, খন্দকার রশিদুজ্জামান রতন, ড. মোস্তাফিজুর রহমান, ডা. আবুল বাশার, ডা. আবু হাসান জাহিদ, ডা. ফয়সাল আহম্মেদ প্রমুখ বক্তৃতা করেন।
সভায় জেলার শতাধিক পুরুষ ও নারী হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
(টিজেড-২৫/১২)