যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আগমন

পাল্টে গেল যশোর জেনারেল হাসপাতালের পরিচিত দৃশ্য!

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর,২০২৫, ০৪:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর,২০২৫, ০৪:২৬ পিএম
পাল্টে গেল যশোর জেনারেল হাসপাতালের পরিচিত দৃশ্য!

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (নিয়মিত) ডাক্তার মুজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। তাদের আগমন উপলক্ষে মুহূর্তেই পাল্টে দেওয়া হয়েছে হাসপাতালটির চিরচেনা দৃশ্য।

অনিয়ম, অব্যবস্থাপনায় ভরা হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ কর্মকর্মা কর্মচারীরা যেনো হঠাৎই ‘কর্তব্যনিষ্ঠ’ হয়ে পড়েন। রোগীরাও কোনো ঝামেলা ছাড়া লাভ করেছেন স্বাস্থ্যসেবা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের টিমের সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে প্রবেশ করেন মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এই আগমন যশোর জেনারেল হাসপাতাল নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকা প্রকাশিক বিভিন্ন সংবাদের খোঁজখবর নেওয়া। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরে হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় মিলিত হন।

এদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আগমনকে কেন্দ্র করে যশোর জেনারেল হাসপাতলে সেবাকার্যক্রম ও পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটানো হয়। দায়িত্বপ্রাপ্ত সকল চিকিৎসক যেনো গা ঝাড়া দিয়ে এদিন দায়িত্ব পালন করেন। হাসপাতালের বহির্বিভাগের চেম্বারে সময়মতো চিকিৎসক উপস্থিত থাকায় দ্রুত সেবা পেয়েছেন রোগীরা। সাড়ে ১২টার আগেই রোগীদের ব্যবস্থাপত্র দিয়েছেন চিকিৎসারা। ফলে বহির্বিভাগে তেমন কোনো রোগীর ভিড় ছিল না।

সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসেন শাফায়াত। এতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক অর্পনা বিশ্বাস, খুলনার পরিচালক অফিসের প্রধান সহকারী মাসুম রেজা। এসময় যশোর জেনারেল হাসপাতালের সকল বিভাগের চিকিৎসক ও সেবিকারা উপস্থিত ছিলেন।

পরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগের চিকিৎসক, সেবিকাদের রুটিন, দায়িত্ব, খাতাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)